বাংলাদেশের বিপক্ষে নেই শ্রীলঙ্কার জয়ের নায়ক প্রদিপ

নিজেদের চতুর্থ ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ডান হাতের আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে খেলা হবে না পেসার নুয়ান প্রদিপের।

ব্রিস্টলে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে উপমহাদেশের দুই দেশ।

শ্রীলঙ্কা দল রোববার জানায়, বোলিং হাতের আঙুলের হাড় নড়ে যাওয়ায় ও একটি কাটা থাকায় বাংলাদেশের বিপক্ষে খেলা হবে না প্রদিপের। গত সপ্তাহে কার্ডিফে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন এই পেসার। ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট।  

এক বিবৃতিতে শ্রীলঙ্কা দলের ম্যানেজার অশান্থা ডি মেল বলেন, “বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আগামী মঙ্গলবারের ম্যাচে খেলবেন না প্রদিপ। চোট থেকে সেরে উঠতে তার এক সপ্তাহ সময় প্রয়োজন।

নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা পরের ম্যাচে জেতে আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে হেরেছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে।

খবরঃ বিডিনিউজ ২৪

Leave a comment